হকিয় লেখা বলো তাকে,
যেখানে মো. জিয়াউল হক এর স্বকীয় ছাপ থাকে,
যদি তা ‘দশপদী’ [পোয়েটেনরি] বা ‘বিশপদী’ [কুড়িন] কবিতা হয়,
কিংবা যদি সেথায় ‘গল্পিতা’র [পোয়েস্টোরি] আদল রয়!
সাহিত্যের বিশাল আকাশে হকিয় বৈশিষ্ট্য,
তার মানসিক তুষ্টির জন্য যথেষ্ট,
তিনি আর কিছুই চান না,
শুধুমাত্র পাঠকের মনে স্থান তার একান্ত কামনা!
যুগ থেকে যুগান্তরে সাহিত্যে নতুন ধারার সৃষ্টির কথা উঠলে,
ধন্য হবেন তিনি নামটি তার অন্তত একজনও উচ্চারণ করলে!