কাব্য লিখতে গিয়ে সাহায্য করেছিল কেলিওপি,
গীতিকবিতা লিখার সময় করল আশীর্বাদ ইউটারপি,
ইরেটো জুগালো প্রেমের কবিতার রসদ,
চালালেন কলম তিনি, দিলেন কাগজে বিছিয়ে পদ!
ভালো মন্দের বিচার দিলেন পাঠকের হাতে ছেড়ে,
এতো হিসেব করলে কবি কি লিখতে পারে?
বাক্যই করবে কবির সাথে পাঠকের যোগসূত্র স্থাপন,
জানবে তারা সবই, থাকবে না কিছুই গোপন!
এই সেতুবন্ধন তৈরির পেছনে ছিল এবং আছে মিউজের অবদান,
গালে হাত দিয়ে ভাবে কবি, কবে পাবে আসল মিউজের সন্ধান?