"I think science should accept the existence of God because the universe cannot be created so perfectly by nature itself. If the universe were created by accident and without any logical reason, then there would be so many mistakes and imperfections in nature. For example, there would be half, incomplete or broken planets. But, there are no mistakes in the design of the gigantic universe and it is the proof of the fact that God created everything!"
“আমার মনে হয় বিজ্ঞানের উচিত সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করা কারণ প্রকৃতি নিজে নিজে এতো নিখুঁতভাবে সৃষ্টি হতে পারে না। যদি সৌরজগত কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া এমনি এমনিই সৃষ্টি হত, তাহলে প্রকৃতিতে অনেক ভুলভ্রান্তি এবং খুঁত থাকত। উদাহরণস্বরূপ বলা যায়- হয়তো তখন অর্ধাকৃতির, অসম্পূর্ণ অথবা ভাঙা গ্রহ দেখা যেত। কিন্তু এই বিশাল সৌরজগতের নকশার কোথাও কোনও ভুল নেই এবং এটাই প্রমাণ করে যে সৃষ্টিকর্তাই সবকিছু সৃষ্টি করেছেন!”