আমি তোমার একটা জিনিস খুব বেশী ভালোবাসি,
পদ্ম ফুলের মত তোমার হাসি,
আমার দৃষ্টি তোমার নয়নে পড়লেই,
শিশুর মত উঠো হেসে মুহূর্তেই!
চড়ুই পাখীর মত নেচে নেচে যাও হেঁটে যখন,
অপরূপ মেনকার মত কর বিচরণ,
আমি মুগ্ধ হই,
আমি অবাক হই!
আমি বোকার মত গালে হাত দিয়ে ভাবি নদী তীরে,
এতো সুন্দর মানুষ হয় কি করে?
মাঝে মাঝে মনে হয়,
আমার, শুধুই আমার জন্যই কি তোমার জন্ম নয়?
কত কাজল কালো চিন্তামগ্ন রাত,
দেখেছে তুষার শুভ্র প্রভাত!
সূর্যকে দেখে হাসে যেমন ফুল,
আমার মন তোমার জন্য ইউসুফের মত হয় আকুল!
সময় স্রোতের মত যায় বয়ে যত,
আমিও তোমাতে হারাই যেন তত,
যদি খসে পড়া তারার মত যাই হারিয়ে কভু,
দিও সদা মোরে ঠাঁই তোমার মন মন্দিরে তবু!
Apnar oshadharon kritityo ebong lekhar style onoboddo Bondhu
Jano abar dekhte pai
door akasher shobdo
Boro boro kobider
apni korlen jobdo
du hazaar lomba poth
lomba lomba pa phele
apni perolen henshe khele
Hoping to see again
Words from distant sky
You've made big poets
Make a run for their money
Two thousand is a long path
you've crossed playfully
©bishu
Thank you
Thank you so much for the kindest words from such a wonderful poet like you residing in a gorgeous city, Kolkata, where Rabindranath Tagore belonged to. :)
2000th poem
2000th poem posted
CONGRATULATIONS
Congratulation on passing a milestone
CONGRATULATIONS!!!!! - YR POEM PAL FROM ACROSS THE BIG WATERS - Stella
Thank you
Thank you so much dear Allets.