সত্যি কথা বলতে কি,
হিংসা আর বিদ্বেষ,
কালসাপের মত করে দংশন, তবুও বাঁচি,
কারণ কিছু মানুষ আমায় ভালোবাসে অশেষ!
চাঁদ যেমন পায় শক্তি সূর্য হতে,
আমিও প্রাণের স্পন্দন করি অনুভব মনটায়,
সেইসব মানুষের সম্মানে,
সেইসব মানুষের শর্তহীন শ্রদ্ধায়!
তাদের ভালোবাসাই তো আমার সব,
করি না পরোয়া না থাকে যদি বিত্ত বৈভব!