গল্পগুচ্ছ

রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টি “গল্পগুচ্ছ”,


প্রতিটি গল্প এমনভাবে লেখা,


যেন জীবনের আয়না; এ যেন পুকুরের স্বচ্ছ জলে,


নিজের মুখ দেখা!


 

কোন গল্প ছেড়ে কোনটার করব তারিফ!


প্রতিটি গল্পই তো সেরা,


একেকটিকে স্বর্ণ বললেও কম বলা হয়,


যেন কোটি টাকার হীরা!


 

রবি ঠাকুর হয়েছেন গত বেশ আগে,

 

সরব উপস্থিতি তাঁর লেখনীতে আজও জাগে!

View kingofwords's Full Portfolio