‘অন্ত্যমিলহীন পাঁচপদী কবিতা’ বা Unrhymed Fiverse কি এবং কিভাবে লিখতে হয়?

অন্ত্যমিলহীন পাঁচপদী কবিতাবা ‘Unrhymed Fiverse’ ৫টি লাইন আছে ১ম লাইনে ১টি শব্দ; ২য় লাইনে ২টি; ৩য় লাইনে ৩টি; ৪র্থ লাইনে ৪টি এবং ৫ম লাইনে ৫টি শব্দ আছে একটি শব্দের সাথে অন্য শব্দের কোনও অন্ত্যমিল নেই লাইনের শেষে কোনও যতিচিহ্ন থাকে না উদাহরণ নিম্নরূপঃ

 

"পবিত্র"


- মো. জিয়াউল হক


পবিত্র


শিশুর মত


মায়ার মায়া তুমি


চিরযৌবনা, চিরসুন্দর তোমার তনু


তুমি আমার ভালোবাসা গ্রহণ করো