তুমি অকস্মাৎ অট্টহাসিতে ফেটে পড়লে,
কিংবা মোনালিসার মতন কিঞ্চিত মুচকি হাসলে,
আলতো করে কপালে আছড়ে পড়া চুল সরালে,
মুগ্ধ হয়ে দেখি আমি, রয়ে আড়ালে!
তুমি গাছের সবুজ পাতার মতন নৃত্য করলে,
অথবা আমার দিকে ভালোবেসে তাকালে,
কিংবা দূর থেকে আমাকে খুঁজে বেড়ালে,
মুগ্ধ হই আমি, আমার মন বলে!
তোমার সাথে প্রতিদিন কথা না হলে,
মন আমার নরকের আগুনের মতন জ্বলে!
Congrats on your 6400th poem
Congrats on your 6400th poem - slc
Thank you so much
Thank you so much dear Allets. You are so inspirational as ever! :)