স্বীকারোক্তি

নিশ্চিন্তে একাগ্র ধ্যানে কোন অবেলায়

ধীরে-ধীরে সমস্তই স্মরণ হয়ে গেল,

আমি যে বিশুদ্ধ নই-

আমি যে না পাওয়ার ব্যাথায় বিহ্বল!

পাপের পঙ্কিল বিভীষিকার অরুণোদয়-

বিবেক আদালতে মৃত্যুদন্ডের আসামী;

যে স্বপ্নের শেষ সম্বলটুকু-

গলা টিপে হত্যা করেছি স্বার্থ ভ্রমে।

 

দুর্বুদ্ধির স্পর্ধায় হারিয়েছি তাকে 

অবহেলার অবিচ্ছিন্ন আকর্ষণে,

যার সংশয়ক্ষুব্ধ ক্রুদ্ধ তপ্তশ্বাস-

আমার  বক্ষঃস্থলে করে দংশন

শিরা-উপশিরায় ছড়িয়ে দেয়- 

তিরস্কারের  বিষ;

তখন কপটতার লেনদেন চুকাতে আসে-

তার স্নিগ্ধ-করুণ দুটি চোখ-

কখনো বুর্জোয়ারা দাঁত খিঁচিয়ে বলে,

শুধু যন্ত্রণাই তোমাকে ভালবাসে

অন্য কেউ নয়।

 

জন্ম-জন্মার্জিত মৃত্যুর আছে গোপন মাধুর্য-

শরৎকালের সৌন্দর্যে আছে শুভ্র সাদা মেঘ,

মর্মর পাতার করকর ধ্বনি সেটাও তো সূর!

কিন্তু বিমূর্ত কলমের স্বীকারোক্তিতে-

যা  লিখে গেলাম;

তার কোন মাধুর্য নেই, সৌন্দর্য নেই-

তা শুধু বিউগলের করুণ সুরের মত,

নারীর কাজলের নিংড়ানো কলঙ্ক দাগ।

View thenurhossain's Full Portfolio
SSmoothie's picture

Incredible Shards of truth!

This is the most beautiful thing I have read ever! This is an incredible sensitivity and mastery of words! Do you mind if I post a translation so that others my enjoy the great beauty of this incredible piece of work? Best blessingss ss 

 

এটা আমার পড়া সবচেয়ে সুন্দর জিনিস! এটি একটি অবিশ্বাস্য সংবেদনশীলতা এবং শব্দের দক্ষতা! আমি যদি একটি অনুবাদ পোস্ট করি তাতে আপনার কি আপত্তি আছে যাতে অন্যরা আমার এই অবিশ্বাস্য কাজের মহান সৌন্দর্য উপভোগ করতে পারে? সেরা আশীর্বাদ SS            

Don't let any one shake your dream stars from your eyes, lest your soul Come away with them! -SS    

"Well, it's love, but not as we know it."