Whatever you write, পাবে না কোন দাম।
তাই বলে লেখা ছেড়ো না; পড়োনা হতাশায়-
যখন বিচারক বলেন, ‘This is rubbish! Damn!’
সাহিত্যকে বিচার করা এতই কি সহজ কাম?
ভাবতে ভাবতে দিন গেল, মাথা শুধু চুলকায়-
Whatever you write, পাবে না কোন দাম।
তৈরি লেখা দেখতে যেন গাছের পাকা আম-
পেকে পেকে পঁচে যায়, খাওয়া আর না হয়;
যখন বিচারক বলেন, ‘This is rubbish! Damn!’
লিখতে গিয়ে খেই হারাই, বুঝি না ডাইন বাম-
পাগল হয়ে ক’দিন পরে নেমে যাবো রাস্তায়;
Whatever you write, পাবে না কোন দাম।
কাগজ ছিঁড়ে টুকরা করি, কলমকে বলি থাম!
মাথায় লাগে শব্দযট; আর কলিজা পুইড়া যায়-
যখন বিচারক বলেন, ‘This is rubbish! Damn!’
লিখে লিখে চুল পাকাই! লোকে বলে বুইড়া ভাম-
আমার লেখা হয় না, দেখতে দেখে বেলা যায়!
Whatever you write, পাবে না কোন দাম।
যখন বিচারক বলেন, ‘This is rubbish! Damn!’
I don't agree with what the judge said
Either! Good write! Cheers SS
Don't let any one shake your dream stars from your eyes, lest your soul Come away with them! -SS
"Well, it's love, but not as we know it."