আমার জীবনে তুনি নিয়ে এলে গ্রহন পরের আলো,
শত দুঃখের মাঝেও তুমি আনন্দের পসরা ঢালো।
উত্তপ্ত দুপুরের মাঝেও যেন এক ঝলক হাওয়া-
এনে দেবে আমার মনে তোমাকেই কাছে পাওয়া।
মুক্ত বিহঙ্গের মত নেচে বেড়ায় আমার এই মন,
তোমার চিন্তা সেথা দিয়ে যায় সুতীব্র আলোড়ন।
তোমার চোখের গভীরতার হয়না কোনই উপমা,
নিঃসীম সমুদ্রের সাথেও দেয়া যায় না যার তুলনা।
তীব্র হতাশার মাঝেও মনে জ্বালে এক টুকরো আশা,
যখন তুমি ছড়িয়ে দাও তোমার ভালোবাসা।
একমুঠো ভালো লাগা ছড়িয়ে থাকে তোমার কথায়,
ধরা দাও তুমি! বল আমি পাবো তোমা কোথায়?
চার দেয়ালের মাঝেও তুমি আমার স্বস্তির নিঃশ্বাস-
আমার নিজের চেয়েও বেশী আছে তোমার উপরে বিশ্বাস।
বর্ষাস্নাত ফুলের মত ছড়িয়ে দিলে যে সৌরভ-
আমার সব হতাশার মাঝেও তুমিই যে আমার গৌরব।
বিশাল সমূদ্রের মত উত্তাল হয়- পাহাড় সমান ঢেউ
এ মনে তোমারি প্রেমে! আমায় তো ভালোবাসেনি কেউ!
শত মানুষের ভিড়ে তোমায় খোঁজে আমার দুই নয়ন-
এত মানুষের ভিড়েও যে কেউ নয় আমার আপন।
তোমায় দেখতে না পেয়ে আজ তৃষিত আমার হৃদয়,
চঞ্চল আমার মন মন ব্যথিত হয়, ঘটে সেথা প্রলয়।
খুশির লগ্নে আকাশে যখন ওঠে পূর্ণিমা চাঁদ,
তোমায় দেখার ইচ্ছা তখন মানে না কোন বাঁধ।
সাঁঝের আলোর স্নিগ্ধতা মেখে নেয় যবে ভূবন,
তোমার একটু ছোঁয়া পেতে আকুল হয় আমার মন।
বিষন্নতার মাঝেও তোমার ভাবনা আনে আনন্দ-
উত্থান পতনের মাঝেও তুমি আন সুর-ছন্দ।
মনের মাঝে যখন ওঠে ভালোবাসার এক ঘূর্ণি-
নিজের মনেই বলে উঠি, তুমি শুধুই আমার তুমি।
good..you can enjoy my poetry's translation in hindi here in this site too