শারিয়া ও শারিয়া-
দিল দিলা ফাড়িয়া,
তোমারই প্রেমের দরিয়া!
আমি গিয়েছি হারাইয়া।
শুভ নাকি রাজী,
ডাকতে হবে কাজী-
টাঙ্কি মারে রোজই,
আমরাও তাই বুঝি!
পোলা নাকি কবি
আঁকে শুধু ছবি!
ওটাই নাকি হবি,
আইসে ঠাকুর রবি!
শুভ মিয়া বাচাল,
যতই করুক কেচাল,
হয়ে যাবে বেচাল,
আসলে পোলা ফিচাল।
আইসে একখান পোলা,
ঠিক যেন ঠোলা,
কাঁধে নিয়ে ঝোলা-
যেন পানির ব্যাং কোলা!
কাকতাড়ুয়া শুভ ভাই,
কাকরে কয় সময় নাই!
একলা আমি মাঠে দাঁড়াই,
একা একা কাক তাড়াই!