বুইড়া বেটার ঢং,
করে কত রঙ,
খায় গাজা ভাং,
আস্ত একটা সং!
ওই বুইড়া সর,
দূরে গিয়া মর!
চান্দি কইরা টাক,
এখান থেকে ভাগ!
যদি করস তামাশা
হয়ে যাবে আমাশা!
বেটা তুই ফাউল,
ফোড়ন দেয়া ডাউল!
শালা বুইড়া হাবড়া,
দিমু এক্টা থাবড়া!
আস্তা বলদ ছিলি,
ওই ধামড়া গেলি!
মুরুব্বিদের নিয়ে এহেন মানহানীর অপচষ্টার তীব্র পেরতিবাদ জানাই। এই কবির কালো হাত, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও। khek khek khek