শেষ অনুরোধ

হাসো! হাসো না কেন? আমিই তো হাসির পাত্র!

যত খুশি হেসে ছুড়ে ফেলে দিও যত্র-তত্র!

যেথায় খুশি ফেলে দিও, কি বা যায় আসে তাতে?

আর আমি বিরক্ত করবনা দিনে কিংবা রাতে।

মানুষ হিসাবে যেটুকু ছিল প্রাপ্প মুল্যায়ন-

অনেক পেয়েছি, তাতেই আমার ভরে গেছে দুনয়ন!

কি নির্বধ আমি! অধিকারের সীমা করে অতিক্রম-

কি পেলাম আমি? পরিশেষে হল আমার মতিভ্রম!

ভুলেই গেছিলাম, চাওয়া-পাওয়া কিছু থাকতে নেই আমার,

তাই তো মাত্রা ছাড়িয়ে চলে গিয়েছি বারংবার!

“কি বলছো! এতে আমার হয়ে কিছু বদনাম?

হাসালে! আমার ছিল এক্‌টা কাগজের থেকেও কমদাম!”

ভুল! ভুল! কিছুই যে আমি বুঝতে পারিনি তখন,

বড় দেরি হয়ে গেল, ভুল্‌টা বুঝতে পারলাম যখন!

না না! ভয় নেই! আজ এর কাউকে দোষ দেব না আমি,

কতখানি কষ্ট পেয়েছি তা হানি আমি এর অন্তর্যামি!

কি হল? হাসছো না? আমি তো রয়েছি বহুদূরে,

ভয় নেই! তোমাদের জ্বালাতে আমি আসবনা এর ফিরে!

এক্‌টু তো হাসো! যাবার আগে দেখি তোমের হাসি মুখ,

আমার কপালে হয়ত তা জমা রবে হয়ে কিছুটা শুখ!

খুব ভাল লাগ্‌লো যখন জান্‌লাম তুমিও নও ব্যতিক্রম,

আগেই যদি বুঝতাম তবে হয়ত হত না এই বৃথাশ্রম!

দাড়াও, এক্‌টু হেসে নেই! এটুকু সময় তো অন্তত দেবে?

আমি কষ্ট পাই না পাই, তুমি তো নিশ্চই আনন্দ পাবে!

আজ বুঝলাম আমি আমার সীমা করেছিলাম লঙ্ঘন,

তাই তো চলে যাচ্ছি ছিন্ন করে সকল বাঁধন!

ভেবনা! আজ এর আমার মনে জমা নেই কোন ক্ষোভ,

কন পরিতাপ নেই, দুঃখ নেই, এর নেই কোন লোভ!

অনেক চেষ্টা করেও যখন বঝাতে পারলাম না তোমায়,

এক্‌টু এক্‌টু করে তখন পার হয়ে গিয়েছে সময়!

পোড়া কপাল! হতভাগা আমি! বুঝতে পারিনি কিছুই,

অহেতুক আস্ফালন করে করে কষ্ট দিয়েছি শুধুই!

তাও ভাল, দেরি হলেও ভেঙ্গে গেছে আমার ভুল,

কি আসে যায়, কন্‌টা হল অনুকূল অথবা প্রতিকূল?

আজ কেন পরছে মনে তোমার কথা ক্ষনে ক্ষনে?

এতটুকু জায়গা যখন করতে পারলাম না তোমার মনে!

দেখ তো কান্ড! শুধু শুধু সময় করছি নষ্ট-

ব্যবধানের দেয়াল গড়ে উঠেছে দেখতে পেলাম স্পষ্ট!

একদিন আমি ঘুমিয়ে যাব উঠব না আর জেগে,

ভালই হবে, তখন তুমি মুখ কালো করবেনা রেগে!

অনেক বেশি চেয়েছিলাম সীমা গিয়েছিলাম ছাড়িয়ে,

আজ তাই চলে যাচ্ছি তোমার জীবন থেকে হারিয়ে!

বিদায় কালে এক্‌টা কথা বলে দিতে চাই তোমায়,

শেষ অনুরোধ টা রেখ, ভুল বুঝ না আমায়!  

Author's Notes/Comments: 

31st October 2008

View shawon1982's Full Portfolio
tags:
Muhammad Masum Jujuly's picture

কবিতার মর্মার্থ বাস্তব, বেশ সুন্দর। কিন্তু একটা কথা না বললেই নয় আর তা হল, এ ধরনের বাস্তববাদী আবেগ ঘন কবিতায় অতি ছন্দের মিল থাকাটা বাহুল্য দোষে দুষ্ট। কিন্ত ইহা সত্ত্বেও এক সুন্দর সৃষ্টির জন্য আপনাকে অভিনন্দন হে সিংগাপুরিয়ান মহান কবিয়াল। Time and Tide wait for none.

spacecowboy's picture

nice.. writing bengali poems, well at least posting them. Im bengali from kolkata. lol havent seen a bengali poet in a long time:)