রক্তের ছাপ

পিচ ঢালা পথ এ এগিয়ে যেতে যেতে,

বারংবার গতি হয়ে যায় মন্থর-

সূর্যের আলোয় রাজপথ আছে তেতে,

বেদনায় জর্জরিত হয় যে অন্তর!

তবু যেতে হবে সেথায় এক্‌টিবার,

ছিন্ন ভিন্ন করে হলেও এই হৃদয়,

ছুটে যেতে ইচ্ছে করে সেথা বারবার,

যদিও বা তাকে দিয়ে দিয়েছে বিদায়!



খোকা! বল কোথায় সেই জায়গাটা রে,

আমাকে এক্‌টু দেখিয়ে দিবি রে বাপ,

যেখানে ছিল কলিজার টুক্‌রো পড়ে,

বাকি রয়ে গেছে শুধু কিছু পরিতাপ!

শরীর থেকে যেথা বিছিন্ন হল আত্মা,

রক্তের ছাপ হাতিয়ে দেখে বৃদ্ধ পিতা!

Author's Notes/Comments: 

17th March 2009 (Rhyme Scheme-ababcdcd efefgg)

View shawon1982's Full Portfolio
tags:
Muhammad Masum Jujuly's picture

অনন্য সাধারণ অভিব্যাক্তি। ছেলে যখন লাশ হয়ে বাড়ী ফেরে তখন বাবা-মায়ের যে আঁকুতি তা প্রাঞ্জল ভাষায় লিখেছেন এই কবি। really good.

Riaj Hossain's picture

Really heart touching and well written!