। পঞ্চাশ

ভালবাসার কি রঙ হয়?

হয়তো, কত রকম রঙই তো হয়

কখনও লাল, কখনও নীল

আবার কখনও মাটির রঙের মত

মাটির আবার রঙ হয় নাকি?

হয়- মাটির ও রঙ হয়

সেই রঙ হৃদয় থেকে উঠে আসে

কখনও তা-

ভাপা পিঠার ভেতরে গলে যাওয়া গুড়ের মত

কখনও বাড়ির ছাদে লাগানো দোলনার দোল

আবার রাস্তার উপরে কাগজ পুড়িয়ে

সবাই একটু একটু করে ওম নেয়া

গলায় মাফলার পেঁচিয়ে হাতে লাল চায়ের কাপ

চুমুকে চুমুকে অতীরের হিসেব নিকেশ থেকে দূরে যাওয়া

আবার একরাশ হাহাকারের মাঝে

তোমাকে এক ঝলক দেখে নেয়া

কখনও ভুলে যাওয়া গ্রামের স্মৃতি রোমন্থন করতে করতে

কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া

আমি তো একজন আশ্রয়হীন মানুষ

আমি একজন দিশাহীন পথের পথিক

আমি রঙের সন্ধানে ঘুরে বেড়াই এখান থেকে ওখানে

রঙগুলো ভালবাসা হয়, পিঠা হয়, মাটি হয়

আমি হই, তুমি হও

আবার রঙ হয়

আবার মাটি হয়

আবার ধোঁয়া ওঠা পিঠা হয়

শুধু থেকে যায় 

একটা অজানা প্রশ্ন  

Author's Notes/Comments: 

২৬ ডিসেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio
bishu's picture

Daroon hoyeche

Bhalobashar rong dakha jayna. Shotto kotha. Bhalobashar lokti shamne ele buk dhip dhip anonondo. Bhalo thakben


©bishu