বাক্যবাণ ছোড়ার আগে

একজন মানুষকে দেখলাম, যে নিজে সারাজীবন মোটিভেশন পেল না, নানা রকম অ্যাবিউস আর বুলিং এর শিকার হয়ে এলো, এখন সেই মানুষটাই অন্যদের কে সবসময় মোটিভেশন দেয়, সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখায়। মানুষটা বুঝে গেছে, নিজে যা থেকে থেকে বঞ্চিত ছিল, তা থেকে তার প্রিয় উত্তরসূরীদের বঞ্চিত করবে কেন? নিজের জীবনের অতৃপ্তির জায়গাগুলোকে কাজে লাগিয়ে যে অন্যদের অন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।   


একজন মানুষ যে নিজে সারা জীবন অহবেলার শিকার হয়েছে, সে অন্যদেরকেও তার নিজের মত মনে করবে, দয়া করে এমন সংকীর্ণ মানসিকতা ধারণ করবেন না। সবাই এক রকম হয় না। সবাইকে এক পাল্লায় মেপে নিজেকে সংকীর্ণ করে ফেলার মানে হয় না। যে নিজে ভুক্তভোগী, সে যদি ভাল মানুষ হয়ে থাকে তাহলে সেই কখনই চাইবে না অন্যরাও একই রকম ভুক্তভোগী হোক। কাজেই কারও দিকে বাক্যবাণ ছোড়ার আগে বুঝে নিয়েন কাকে কি বলছেন। 

Author's Notes/Comments: 

২৮ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio