সেদিনের কথাগুলো আমার আজও মনে পড়ে
নিজেকে আর ঢেলে সাজাই না আমি
তোমার মত করে
যেমনটি তুমি দেখতে চাইতে
অথবা- শুধু তোমাকে খুশী করতেই আমি
বিসর্জন দিয়েছিলাম আমার এক একটি আরাধনা
আমার এক একটি অর্জন
পর্দা দিয়ে ঢেকে,
ভিন্নরুপে সাজিয়ে ছিলাম আমাকে
যেমন তুমি চেয়েছিলে আমাকে দেখতে!
আমি ভেবেছিলাম তুমি খুশী হবে
আমি ভেবেছিলাম তোমাকে জয় করবো আমি
আরও ভেবেছিলাম আমি-
হায় সবটাই কি তবে দুরাশা ছিল?
আমি ভেবেছিলাম, তুমি আমার হবে!
একটু একটু করে আমি নিজেকে সরিয়ে এনেছি
আমার সাজানো জগতের গন্ডি থেকে
তোমার মত করে সেজেছি
তোমার মত করে ভেবেছি
তোমার মত করে কথা কয়েছি
কই তুমি তো জানতে চাইলে না একবারও
কেমন ছিলাম আমি
আমারও কিছু বলার ছিল কি না?
একটু একটু করে কত কথা জমিয়েছিলাম বলবো বলে
শুধু সাহস করে উঠতে পারিনি
তবুও বলতে চেয়েছি কতবার
বোঝাতে চেয়েছি কতবার
তুমি কি সত্যিই বোঝনি?
নাকি ভালবাসার ছল করে এড়িয়ে গেছো?
ভেবেছো আমার মন বলে কিছু নেই?
হায় আমি ভেবেছিলাম, বলে দেবো তোমাকে
কতটা ভালবাসি!
সুযোগটা দিলে না!
বুঝতে চাইলে না আমাকে একবারও
আজও তুমি রয়ে গেলে ধরা ছোঁয়ার বাইরে
সেই কতদূরে, হিসেবটা আমার অজানা
ঠিকানা রেখে যাও নি
অথবা কোন একটা চিঠি কংবা কমপক্ষে চিরকূট
কাকে দোষ দেব আমি?
আমার ভাগ্যকে নাকি আমার নির্বুদ্ধিতাকে?
সবটাই কি তবে দুরাশা ছিল?
আমি ভেবেছিলাম, তুমি আমার হবে!
Elegantly composed and very
Elegantly composed and very moving. You have a gift for expressing the deepest pain in an engaging and eloquent way that draws the reader in. Excellent work.
I am truly honoured and
I am truly honoured and grateful for your kind words and thoughts.
Dr. Zayed Bin Zakir Shawon