ভুলে যাওয়া

‘মরণশীল’ কথাটার মত ‘ভুলনশীল’ বলে কোন কথা মনে হয় নেই। থাকলে মন্দ হতো না। তাহলে নির্দ্বিধায় বলে ফেলতে পারতাম ‘মানুষ ভুলনশীল’। কথাটা শুনতে আনার নিজের কানেই অনেক বিশ্রী লাগছে। এজন্য কথাটা আর উচ্চারণও করতে চাই না। যা বোঝাতে চেয়েছি তা হল, মানুষ ভুলে যায়। খুব সহজেই ভুলে যায়। আর এই ভুলে যাবার দোহাই দিয়ে অনেক কিছুই আমরা খুব সহজে অতিক্রম করে ফেলতে পারি। সবচেয়ে সহজ হল কোন মানুষকে ভুলে যাওয়া। কিন্তু কোন মানুষ আবার তার নিজস্ব অতীতকে কিন্তু ভুলতে পারে না। আবার খুব সহজেই আমরা ভুলে যাই অন্য মানুষকে।

 

 

কাউকে কাউকে হয়তো ভোলা যায়, কাউকে ভোলা যায় না। তবে ভুলতে পারাটা অনেক ক্ষেত্রেই মনে হয় ভাল। যদি মনে রাখার কারণে কষ্টই বাড়ে তাহলে ভুলে যাওয়াই ভাল। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হল, জোর করে ভোলা যায় না। ভুলতে গেলে আরও বেশী করে মনে পড়ে। সেক্ষেত্রে আমরা ভুলে যাওয়ার অভিনয় করি। নিজের সাথে নিজের অভিনয়। নিজেকে প্রবোধ দেয়ার অভিনয়। 

Author's Notes/Comments: 

১৭ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio