অতঃপর ৫

---পৃথিবীর জটিল প্রশ্নগুলোর একটা হচ্ছে "প্রেম "
   কখন যে আসে, কখন যে উড়ে যায় 
   অনেকটা কর্পূরের মত
 
---তেজস্ক্রিয়
---না 
--- রসায়ন
---- না 
--- বিস্ফোরণ 
--- না
--- কঠিন
---না
--- তরল
--- না
--- বায়বীয় 
 
---  না জগদীশ, তর্ক ছাড়ো, যুক্তিতে আসো।
     তোমার এমন হেয়ালীপনায় জগতের বিশৃঙ্খলা।
     মানুষ শুধুই ঘুরছে চরকির মতো।
     অথচ স্বাধীনতা দিয়েছ পাখির,
    স্বাধীনতা দিয়েছ বাঘের
    কেন আমি সঁপে দেই তোমাতে
    শীতের সকালে চৈত্রের দুপুরে
     বর্ষার জোয়ারে পোড়া বসন্তে!
 
অন্তত স্বাধীনতার জন্য একটা আকাশ  আমার চাই  ।
সেই আকাশে মুখ দেখবো টলটলে জ্যোৎস্নায়।
খোঁপায় দেবো তারার ফুল। কানে দেবো রঙধনু।
গলায় দেবো জপমালা। এইবার খুশী ?
নাও, কিছু তো বলো? 
 
এই কী!  ক্রমশ লাল হচ্ছো?  
 ডুবে যাচ্ছো নাকি? 
কিসের এতো অভিমান তোমার 
হৃদপিন্ড ফালাফালা করে রঙ ছাড়ছো! 

16.04.2020

Then-5

-One of the critical most question on earth is ‘love’

When it appears, When perishes

Like the camphor

 

-Radioactive

-No

-Chemistry

-No

-Explosion

-No

-Solid

-No

-Liquid

-No

-Gasious

 

-No Jagadish, quit arguments, come to logic

World is dishevelled because of your whimsical attitude

Mankind is rotating like the spinning toys

Meanwhile birds are enjoying freedom,

So are the tigers

Why do I devote on you

In the winter dawn, summer middays

In the tide of rain, burnt spring!

 

At least a sky is required for my freedom.

Will see my image on the sky under in the shimmery moonlight

Will put a periwinkle in your coiffure

Rainbow as your earring

Prayer beads as garland

Happy now? Say something please!

 

O what! Everything’s turning red

Are you drowning?

What are you huff

Spreading colours by rending the heart?

View shawon1982's Full Portfolio