অতঃপর ১

--- কী করছ?
---কবিতা লিখছিলাম
---শিরোনাম? 
---নেই 
---শিরোনাম ছাড়া কবিতা হয়?
 
---কবিতা দীর্ঘপথ
---যেতে যেতে আঁকতে হয়! 
 
--কখন শেষ হবে?  
---নির্দিষ্ট সময় নেই 
---  শুরু হয়েছিল কখন? 
--- কবিতার কাল হয় না অর্থাৎ
    শুরুও নেই শেষ ও নেই।
 
--তাহলে কবি কলব কাকে? 
---কবির কোন রূপরেখা নেই 
---মানে  বলতে চাচ্ছ কবি নেই? 
-- আছে ,  জন্মান্ধ
-- কবি জন্মান্ধ?  আশ্চর্য!  
 
ভাঁড়ামি দেখাচ্ছো
ভণ্ডামি করছো
প্রলাপ বকছো
তুমি, তুমি,একটা উদ্ভট।
 
-- জানি
---তোমাকে দেখতে পেলে,
--- টুঁটি চেপে ধরতাম
 
---উত্তেজিত হচ্ছো। 
   রিপু দমন কবির কাজ
 
--- আমি কবি নই 
--- কবির প্রতি আমার রাজ্যের ঘৃণা?
--- কেন?
--- কবিরা নারী দেখলে প্রেম নিবেদন করে
--- আর নারী কবি 
--কবির আবার লিঙ্গ হয় নাকি?  
--- বারে, এই যে বললে কবিরা নারী দেখলে প্রেম নিবেদন করে।
 
---- কারণ প্রেমের ব্যাপারে ছেলেরা নির্লজ্জ
---আর মেয়েরা
    অবলা? 
--   না ঠিক অবলা নয় 
মেয়েরা অন্তর্গামী। মনে মনে বলে প্রকাশ করে না
 
---মেয়েরা বিপদজনক
---রেড এলার্ড
---১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ভোল্ট
 
---এই জগদীশ উত্তেজিত হচ্ছো।
   তুমি না সর্বংসহা
   প্রচন্ড তাপে পিঠ পেতে দাও
   টাইফুনে বুক
   আগ্নেয়গিরিতে অট্টহাসি দাও
   আর ধ্বংসস্তুপে বসে বাঁশি বাজাও!
 
তোমার ভাব বুঝতে আমার সাতটা জনম চাই। সাতটা!
অথচ পরিণাম বুঝে গেছি অর্ধজনমে!

Then-1

-What are you doing?

-Writing a poem.

-Title?

-None

-Poem without title? Really?

 

-Poems are a long way

-Scratching along on the way!

 

-When will it finish?

-No fixed tenure

-When was it started?

-No time frame for poem,

No start and no end.

 

-Whom should I address as poet?

-No edge for poets

-So, you mean no existence of poets?

-yes, there. Born blind

-Born blind poet? Ridiculous!

 

Making fun

Just mocking

Merely murmuring

You, you are so clumsy.

 

-I know

-If I could see you

-I would strangulate you

 

Getting excited?

To redeem foes, are the duties of a poet

 

-I’m not a poet

-Detest for poets?

-But why?

-Poets fall in love seeing a lady

-And lady poets?

-is there any gender for poets?

-Oh you! Just now you said, poets falls, when they see ladies.

 

-Because, boys are shameless for sake of love

-And girls?

Vulnerable?

-No, not really

Girls and introvert, they utter in mind, don’t expose

 

-Girls are Dangerous

-Red alert

-150 MW electric volt

 

-O Jagadish, you’re getting excited.

Ain’t you all bearing?

Lay on the burning surface

Face the typhoon

Cachinnate over volcanoes  

Play flute on devastation!

 

I need to born seven times to surmise you

Yet understood the destiny, in this midlife. 


View shawon1982's Full Portfolio