কবিতা ৮

লিখতে পারিনা ভাবতেই খুন্তি দিয়ে দিলাম দুটো টান
দেখলাম শব্দের ভিতর চলে এলো কাঁচামাংস
বাক্যহীন এক অথর্বের লাশ
কী টকটক লালই না দেখাচ্ছে!
 
আমার রান্নার আগুনে কলমের দোলা
চিকচিক ঘামছে
শব্দে বাক্যে বেশ নাড়াচাড়া। আজকের রেসিপি
যুগান্তকারী স্টকহোম থেকে নেয়া
কলিজা, রান, হাইপারটেনশন ব্রেইন
শুধু খুন্তির সঞ্চালনে হয়ে উঠছে উপজীব্য কাব্য
 
ক'জন অতিথি আসবেন আজ
ভিন্নতা দেখাতে আমার এ নির্মম পাঠশালা
ক্ষণে ক্ষণে ধ্বনিত হয়ে উঠছে
কড়াইয়ের গরম তেলে।
 
কবিতার কারিগর মহাভোজ মহাভোজ
বলে শোরগোল তুলছে
অতিথিগণ হাত চেটেপুটে সাবাড়
 
তবুও কেন যেন দুচোখ ভরে না আমার
নিজেকে আরো খুঁড়ে খুঁড়ে লাগুয়া তলা থেকে
চিটচিট ভাব তুলে আনি
পোড়া গন্ধ নাকে ঠেসে শুধু কবিতার কথা বলি
 
দু'দিকে বিছানো কলাপাতার সারি
আমি তাতে ছুঁইয়ে যাই মহোৎসবের ঘৃত
কী কীর্তিনাশা কবিতা আমার কপালে জুটেছিল
আজ তার শ্রাদ্ধান্তে পরিসমাপ্তি ঘটালাম।
 
তখনো খসখস করে লেখা হচ্ছে পাতায়
"হায় আমার অন্ধ কবিতা বাসনায় বশ হয়ে আছো, এখনো!


Poem-8

Scratched with spud when thought I’m unable to write

Bloody flesh appeared inside the words

One wordless corpse

How damn bloody red, it looks!

 

My pen is striking through the flame

Sweating and shiny

Twisted with words and epithets, today’s recipe

Legend! Taken from Stockholm

Liver, thigh, hyper tensed brain

Enliven to ode just because of spud’s movement  

 

Few guests will come today

To appear in a different look

My tormented school is triumphing

Within the boiling oil.

 

Baker of poetry, grand Feast, feast

They are screaming

Guests had enjoyed to the brim

 

Yes my eyes are still thirsty

Digging some singed oily food

Through the bottom of the pot

I thought only poems smelling those burning odour

 

Plates were arranged in rows

I pour little blessings on them

What a poetry, I was adorned by

Today met its final goal.

 

Till then something was being roughly written

O my petty poems! Blind with undefined desires.  

View shawon1982's Full Portfolio