কবিতা ৭

আমরা কী অন্ধকার যুগ অতিক্রম করছি?
কোথা দিয়ে সূর্য উঠছে
 কোথা দিয়ে অস্ত যাচ্ছে টের পাচ্ছিনা
মনে হচ্ছে  ঝাপসা হয়ে আসছে সব 
স্মৃতির মোড়কে জমা হচ্ছে ধোঁয়াশা
 
বেঁচে থাকার উপাত্তগুলো ক্রমাগত
নড়বড়ে হয়ে আসছে
কোথায় আটকে আছি আমি, তুমি
আর কোথায় আটকে আছে আমার জন্মান্ধ প্রেমিক!
 
কতদিন তার সাথে দেখা হয় না
এক সমীক্ষায় জানতে পারলাম
তার সাথে আমার আর কখনো দেখা হবে না
 
পৃথিবীতে নাকি চলছে তাবৎ শক্তির মহড়া
নদীর বুকে বাধ, সমুদ্রের উপর বেড়া
আকাশের উপর লাল নিশান
জমিনের উপর কাঁটাতার 
অরণ্যের উপর ভাগবাটোয়ারা
 
শোনা যাচ্ছে মানুষ নাকি তার সীমারেখা 
অতিক্রম করে ফেলেছে
ফলে ঢিলে হয়ে যাচ্ছে সম্পর্কগুলোর ভূত্বকীয় পাত
মহীসঞ্চারণ তত্ত্ব থেকে বলা হচ্ছে
জন্মান্ধ প্রেম ভূকম্পনের জ্বালামুখে! 

Poem-7

Are we passing the dark era?

Where the sun rises and sets

Not getting properly

Everything seems so blurry

Smog has wrapped all over the memories

 

Everything for living

Becoming nearly feeble

You and I, where do we stuck

And so where is my born-blind lover!

 

So many days gone by, didn’t see him

After scrutiny, got to know

I won’t be able to see him anymore

 

Display of power is playing all over the earth

Obstacle in river, barricade over the ocean

Red flag in the sky

Hindrance in the land

Divisions in the forests

 

Human has crossed thy limit

Thus is heard

It’s slackening the crust of relationships

And from the chord of landscape evolution theory

It’s being told, born-blind love is about to the edge of eruption   


View shawon1982's Full Portfolio