কবিতা ৬

আতরেও যাচ্ছে না অস্তিত্বের পচনধরা গন্ধ
জানিনা বিবেক নিয়ে কাকগুলো কেমন করে বাঁচে
শিল্পের সাথে লড়াই করে এখনো টিকে আছে বাবুই

জানিনা আমাদের ভেতরের শিল্পকে
কী করে খেয়ে গেল ঘুণপোকা 
সত্যি টিকে থাকাটা এখন লড়াই
সমাজের সাথে পেরে ওঠা, বজ্রাঘাত

মাঝেমাঝে  ভাবি আমি যদি পাখি হতে পারতাম
অথবা কুকুর,
অন্তত ঘেউঘেউ করে ফিরে যেতাম 
অস্থি'র লড়াইয়ে

কঙ্কালসার মানুষটার দিকে তাকিয়ে ভাবি
এই যে দেহটাতে খেলছে কত শিল্পের ছাপ
তা কি শুধু ঐ কুকুরটার মত অস্থি'র লড়াই? 

" মানুষ বাঁচলে শিল্প বাঁচবে " এমন শ্লোগান নিয়ে
যারা কাজ করতো
তারা এখন নিভৃতে মাখছে দুপুরের রোদ

ভিটামিন ডি এর অভাবে ক্ষয় হয়ে যাওয়া হাড়গুলো
আমাদের শিল্পের একমাত্র  অন্ধের লাঠি

কাঁপা জীবনের বাকিটুকু পথ, এর উপর নির্ভর
জানিনা টিকবে কিনা
তবুও দাঁড়িয়ে থাকবে একাকী

কারণ, বোধ এবং ব্যথার মাঝেই তো প্রেমের সৃষ্টি!

৮.৯. ২০১৯


Poem-6

Perfumes can’t supress the smell of rotten existense

How the crows survive with conscience, don’t know

Weaver bird is still there, grumbling against other craftings

 

how our inner arts are being

Destroyed by Wood-Lice, don’t know

Being in existense is a brawl

Something against custom is like thunder roar

 

Sometimes I think, If I were a bird!

Or a dog,

Atleast could return barking

To the survival instinct for bones

 

Men who worked with slogan-

“Crafts survive if humanity survives”,

they are now in silence under sun

 

Decaying bones because of lacking of nutrition

Is the allowance of dying arts

 

Shivering life depends on it

Will it survive? No idea

Still remain alone standing

Because love exists between sense and pain 


View shawon1982's Full Portfolio