কবিতা ৫

ফিরে যাবার কোন পথ রাখোনি
প্রতিটি স্তরে সতর্কতা
জীবনের ঝুঁকি নিয়ে কতকাল বেঁচে থাকব
হয়ে যাচ্ছি বৃক্ষ বন্ধ্যা 
 
সীমান্তঘেরা অলৌকিক শত্রু
নীরবে করে যাচ্ছে  প্রাণঘাতী আঘাত
আমার জন্য কোথাও একরত্তি জায়গা নেই
খোলা নিশ্বাস নেবার!
 
 
বার্তাকক্ষে প্রতিদিন খবর যাচ্ছে
আমার দেহের উপর বাড়ছে বুনোঘাস
ঝাঁক ঝাঁক উড়ছে পতাকা শোভিত পাখি
ঠোঁঠে ঠোঁটে প্রেমের দোল খাচ্ছে জোড়াশালিক
 
মারাত্মক সমরাস্ত্র সাজিয়ে 
কারা যেন করছে নীল নকশা
কাগজে ছাপা নিউজে এ সব কি সত্য না মিথ্যা?  
 
প্রিয়তম, এই যে আমার জীবন্মৃত অবস্থা
তা কি জন্মান্ধ প্রেমের পুতুল খেলা?

Poem-5

Left no hope to return

Conscious in every step

How long to live with life-threatening

Converting to a barren tree

 

Encompassed by eerie enemies

Hitting everything to numb in silence

Left no trifling space for me

To breathe in peace!

 

News approaching in the desk

Weeds growing over my body

Flock of birds flying, dressed with flag

Love was found dandling in the kissing bill of Myna couple

 

Arranging war weapons

Some are making a plan

Printed in the newspapers; fake or real?

 

Darling, this is me, living-dead

Is this a mere game of born-blind love?

View shawon1982's Full Portfolio