কবিতা ৩

পৃথিবী উলটে গেছে জগদীশ?আর বসে আছো কেন
মাথায় বোঝা নিয়ে হাঁটো, হাঁটতে থাকো অনাদিকাল!
 
উঠোনের রোদে ছায়া পড়ে গেছে জগদীশ,নিজেকে 
আর কত শুকোবে। প্রশ্ন করে করে আমিও যে ক্লান্ত।
 
এবার উঠো, উঠে পড়ো। পোড়া মাংসের গন্ধে
 দুপুরের ভোজ ;এইতো শেষ হলো।
পাত পেড়ে বসে থেকে আর কত পোহাবে 
অপেক্ষার প্রহর? 
 
আর কত অনিদ্রায় কাটাবে জগদীশ?
তোমার ভাঙা ঘরে চাঁদের নিয়ন আলো
কাত হয়ে পড়ে আছে স্খলিত জ্যোৎস্নায়।
 
আমিও তোমার মত নিঃসঙ্গ হতে হতে
 আড়াল হয়েছি কানামাছি চোখ ধাঁধাঁয় ।
গাছের সাথে ঠেস দিয়ে সেলাই করছি নিমগ্ন দুপুর
বাসনা জাগাতে এখন আর সাজাইনা সোনালী দিন
কেবল, টুইটুম্বুর বর্ষার পুকুরের মতো টুপটুপ ফোঁটা গুণি।
 
এখন কোথাও যেতে হবে জগদীশ? 
সময়ের সাথে আমার কথা হয়ে গেছে। 
উল্টানো পৃথিবীর গোলকে একখণ্ড কবিতা রাখা আছে।
যার সব টুকুই রচনা কমলার ঢঙে।
আমাকে সেখানেই যেতে হবে ভোরের কাক হয়ে।
তুমি কী আমার সাথে যাবে , জগদীশ? 
 
বায়ু সরে গেলে যে মেঘ স্থির হয়ে থাকে ধ্যানীর যোগমায়ায় ।
ঐ ওখানে, যেখানে কমলার ঢঙে কবিতারা সাজে ;
জন্মান্ধ প্রেমিকের সাথে! 


Poem-3

The world has been flipped Jagadish, why are you sitting?

Keep walking forever, putting burdens on head!

 

Evening is at the end edge Jagadish, till

How long will you burn yourself? I’m tired being asking the same

 

Get up, right now. Banquet is over

With the smell of singed flesh

How long will you wait

Spreading a plate?

 

How many nights, you’ll bear insomnia Jagadish?

Deemed light of moon in you shabby hut

Tilted, fallen under the tide of moonlight. 

 

By being isolated gradually

I’m far apart, like a blind-folded game

Sewing the dreams over the long mid-day, leaning on a tree

Not time to adorn them, in those left golden days

Only counting the drooling drops of rain in the ditch.

 

Need to go somewhere Jagadish?

I’ve talked to the time,

A piece of ode is kept

Under the margin of the flipped world

Coloured in orange-

I need to go there like a restless dawn-prowler

Will you go with me Jagadish?

 

Clouds rest, where stormy wind remains stagnant as saint

Yes, there! Odes dress there like Orange,

With a born-blind lover. 

 
 
View shawon1982's Full Portfolio