খাতা দেখতে

খাতা দেখতে দেখতে

মাথার চুল ছিড়ি-

কি যে করি ফ্রাস্ট্রেশনে

খাই না যে বিড়ি!

মহাশয়রা যা লিখেন

তা দেখে চোখ নষ্ট

তাও যদি হাতের লেখা

পড়তে পারতাম স্পষ্ট!

কত যে নতুন জিনিস

সুযোগ হয় শেখার-

যদিও কিন্তু সেই সব

করেনি কেউ আবিস্কার!

মহাশয়রা এসব জিনিস

কোথায় যে খুঁজে পান-

খাতা দেখা বাদ দিয়ে

শুনতে বসি গান!

কি আর করা মন বলে

আছে তো একটা কিছু

ঘুমের ঘোরেও খাতার চিন্তা

ছাড়ে না তো পিছু!

মনে হয় ওদের ডেকে বলি

লেখা পড়ে দিয়ে যা-

এরপরে বল সেই নাম্বার

যা পেতে পারিস, তা!

Author's Notes/Comments: 

26 august 2019

View shawon1982's Full Portfolio
allets's picture

I Cannot Understand You

But it is good to see your writing writing - Stella :D I send you: Cool


 

 

shawon1982's picture

these rhymes are written in

these rhymes are written in bengali (my native language). i sometimes write in english. hope you will enjoy them. thanks for your comment. 


Dr. Zayed Bin Zakir Shawon