মিশ্র মূর্ছনা

নিকষ আঁধারে ছেকে গিয়েছিল চতুর্দশী চাঁদ

দেখেছিলাম ক্ষণিকের তরে তোমায়

মেঘের অস্বচ্ছ অববাহিকায়

কি যেন বলতে চেয়েছিলে অব্যক্ত চোখে

ভাষাহীন, শব্দহীন ছিল বাতাসের আনাগোনা

বারবার ঢেকে গিয়েছিলে মেঘের আবরণে

হাহাকার করে নিস্ফল হাট বাড়িয়েছিলাম শূন্যে

আঁচড় কেটেছি বাতাসে

নিঃসীম হতাশে! তোমাকে পাব বলে!

পূর্ণ হয়নি সে আশা

মনের আকাশে ছেয়ে গিয়েছে

এখন মেঘে মেঘে শুধুই হতাশা

তুমি রইলে অগোচরে

হারালে আলো আঁধারের প্রতারণায়

চেয়ে রইলাম আমি আদিম শূন্যে

এক অশূন্য নিপাতিত মিশ্র মূর্ছনায়।  

Author's Notes/Comments: 

1 august 2019

View shawon1982's Full Portfolio
bishu's picture

Bah besh bhalo laglo porte

Daroon hoyeche


©bishu