চার

চার//

খুব অল্প কিছু সময় নিয়ে তুমি এসেছিলে আমার আঙ্গিনায়

মনের বাগিচায় যেন হেসে উঠেছিল অজস্র ফুটন্ত গোলাপ

আজ যেন সব শূন্যতার গ্রাস হবার এক অসম প্রতিযোগিতায়

হারিয়ে গেছে আমাদের একটু একটু করে জমানো সব আলাপ

বলেছিলে তুমি কত যে কথা, কানে যেন বেজে উঠেছে প্রতিপলে

তোমার হাতের কোমল স্পর্শ লেগে আছে আমার আঙ্গিনা জুড়ে

আজ তুমি নেই হেথা, দেখি না তো তোমায় দু’চোখ মেলে

মনে হয় আমিও চলে যাই, সব মায়া কাটিয়ে সবকিছু ছেড়েছুড়ে

কিছুতেই যে অবাধ্য মনকে আমার আনতে পারিনা নিয়ন্ত্রণে

বিদ্রোহ করি নিজের সাথে নিজে, জানি না এভাবে আর কতকাল

চোখে চোখে বলেছিলে কত কিছু, জানা হল না কি ছিল মনে

আমার উঠোনে তোমার ছায়া না দেখেই হল আজ এই সকাল

চোখ সরালাম, দেখবো না কিছু, পণ করলাম অম্লান বদনে

যদি কখনও আবার আসো, আমি চাইবো না কোন হিসাব

শুধু অপলক তাকিয়ে দেখবো, নেব তোমার অকৃত্রিম সৌরভ

তোমার হাতে হাতে রেখে বসে থাকবো, যাক হারিয়ে যাক সব

তোমাকে বড় বেশী ভালবাসি, এটাই যে আমার পরম গৌরব

আর যেতে দেব না তোমায়, বন্দী করবো মনের সুপ্ত কারাগারে

তুমি শুধু থাকবে আমার, এতেই আমার মুক্তি আমার বিজয়

তোমাকে সাথে নিয়ে আমি ঘুরবো দিগন্তের অনন্ত পারাপারে

তুমি মুক্ত হয়ে এসো, আমাদের যে যাবার হয়ে এল সময়।  

Author's Notes/Comments: 

11 september 2018

View shawon1982's Full Portfolio
sootyash's picture

:)

That was beautiful to read. 


© Sootyash All rights reserved.

shawon1982's picture

thank you so much

thank you so much


Dr. Zayed Bin Zakir Shawon