অনেক আশা নিয়ে বসেছিলাম, তুমি এলে না
কথা দিয়েছিলে বৃষ্টির শব্দ শুনবে
আর বিলি কেটে কেটে গল্প করবে পুরনো দিনের কথা
আমি জানালা খুলে দিয়েছিলাম মেঘ দেখে
আকাশ ছেয়ে গেছে মেঘের পরে মেঘ জমে
তবুও তুমি কথা রাখলে না।
আমি যেন ঘড়ির কাঁটার মত ক্লান্তিহীন
ক্রমাগত ঘুরছি লক্ষ্যহীন পথিকের বেশে।
তোমার দেয়া গোলাপের প্রথম পাপড়িগুলো
ডায়রীর ভাঁজে আজও সৌরভ ছড়ায়
কিছুটা কাগজে আর বাকীটা বিদগ্ধ মনে।
বিরামহীম বৃষ্টি শুরু হয়ে গেছে
তবুও তো তুমি এলে না।
নাগরিকতার শৃঙ্খলে বন্দী বাস্তবতাগুলো
পানিতে ডুবতে থাকে
অনভিজ্ঞ চোখ নদী ভেবে ভুল করে
চোখের আর কি দোষ? মন যে মানে না!
এত অপেক্ষার পরেও যখন তুমি এলে না।
স্তিমিত হয়ে আসে বৃষ্টির সব আয়োজন
এভাবেই দেখো একদিন ফুরিয়ে যাবে
জীবনের কাছে বেঁচে থাকার প্রয়োজন
নতুন কোন স্বপ্নের হয়ৎ হবে অবগাহন
বৃষ্টি ফুরোবে যেদিন রোদের অপেক্ষায়।
কল্পনার নদীও একসময় পৌঁছে যায় নিজ গন্তব্যে
তোমার দেয়া পুরনো পাপড়িগুলো সৌরভ ছড়ায়
আমি তো আছি আগের স্থানেই,
প্রিয়তমা তুমি কোথায়?