Gone for no reason (অনাকাঙ্ক্ষিত চলে যাওয়া) by মাহমুদ শাওন

মিহিকা!

ব্যথায় ম্লান হয়ে আছে বুকের আকাশ,

কালো কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে

মহাকালের সূচনালগ্ন থেকে,

ভোরের শিশির, দুপুরের রোদ,

বিকেলের গোধূলি, সন্ধ্যার কূপি,

রাতের চাঁদ, পাহারাদার জোনাকি;

মিহিকা ঠিক তুমি চলে যাবার পরেরদিন থেকে

 অদেখা চক্রাকারে কেটে যায়

আমার স্কন্ধে জমে থাকা মাস বছর যুগ,

ক্যারামের লাল গুটির মত শূন্যতার রোষানলে পড়ে

একচ্ছত্রভাবে বেঁচে আছি আগুনের দহনে,

তোমার জন্য কাঁদতে কাঁদতে

চোখের কোনে শেওলা পড়ে গেছে,

বুকের মেঠোপথে কষ্টের থ্যাকথেইক্কা কাদায় ভরাডুবি।

প্রেমাসুখ নামে দুরারোগ্য ব্যধির মৌন কথোপকথনে

আমার হাঁড়-পাজর থমকে আছে মিহিকা,

বড্ড অগোছালো সময় যাচ্ছে আমার,

মায়ের আঁচলে মাথা রেখেও শুন্যতা অনুভব হয় মিহিকা!

 

অনাকাঙ্ক্ষিত চলে যাওয়া

 মাহমুদ শাওন

সকাল

১১:৪০ ২৬/০৪/১৭

.কে.খান, চট্টগ্রাম

 

Mihika!

Numb with pain, the poor sky of heart

Covered with drizzling black dews

From the stone era-

Morning dew, brewing sunlight

Twilight, evening lamp

The moon, observer fireflies;

All gone astray whirling

My days, months, years, Mihika-

The day you left.

The red dice fell on perpetual loneliness

Just living to challenge the fire

Sobbing for you, grew fungus on eyes

Drowning in the midst of mud, in heart

Heard once the silence of solitary love

I’m just stuck Mihika!

Time passing by whimsically

Even the maternal love

Left no space but emptiness.

Author's Notes/Comments: 

17 may 2017

View shawon1982's Full Portfolio