রেলগাড়ির শব্দে ঘুম ভেঙে যায় আমার
খুব ভোরে তিতির,
তোমাকে দুঃস্বপ্নে দেখে সারারাত
বিছানার উঠোনে হামাগুড়ি খাই,
হাঁটুতে আর কজ্বির টিস্যু ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হয়,
স্নায়ূতন্ত্রের আয়নায় আমি চোখের নোনা জলের কূপ দেখি,
নিউরণে তোমার মুখটা চিত্রপ্রদর্শনী হয় মর্মস্পর্শী বেদনার করুন সুরে,
তিতির ভেবে দেখো আমার সোনালী দিনের সব স্মৃতি,
মনে করে দেখো-
কোন না কোন সময় তো বুকে মাথা রেখেছিলে,
তবে কেন আজ তুমি আলোকবর্ষ দূরে হারিয়ে যাচ্ছো,
ভেঙে চুরে যাচ্ছে সুখের দেয়াল,
গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে প্রেমাবেগ।
তিতির দু পা এগিয়ে চলে আসতে
তোমার রেখে যাওয়া বুকে
ব্যালকনিতে প্রথম প্রেমিকার মত।
প্রথম প্রেমিকা
মাহমুদ শাওন
৩০/০৪/১৭
Woke me up the, the rhythm of train
At the very dawn, Titir!
I saw you in the shivering dreams-
Made me creeping on bed
Wounded tissue of knee and wrist bleed,
Brine well reflected on nervous mirror!
Exhibits your face with elegy over neurons.
Ponder upon those golden memories, O Titir!
Remember,
You leant on me,
When why today you are
Far beyond the light years?
Left the broken wall of love
Pulverized love traces-
Wish you’d come just few steps
In the heart you left
In the balcony, like first lover.