Deficiency penetrates between relations
To make it complete,
Go the other side of prism, not mirror
Lost puzzle pieces are there
Other side, with you
Indeed
God uttered-‘enough’!
Remain that way-
In the purest prayers.
স্পর্শের মাঝে হুহু করে ঢুকে যায় অভিযোগ,অপূর্ণতা
পূর্ণতা বুঝতে চাইলে দর্পনে নয়,
প্রিজমের ওপারে যাও
দেখবে এপারের হারানো পাজল টুকরোগুলো
আসলে ওপারে
তোমার কাছে।
ঈশ্বর বলেন, ঐটুকু থাক
ওভাবেই;
বিশুদ্ধ প্রার্থনায়।