আমার একলা জীবন কাটুক তোমার সাথে
ঝড়ের রাতে ধোঁয়া ওঠা কাপের সাথে
চুমুকে চুমুকে পান!
তীরের সন্ধানে তুমি আমি চলো
জলে ভাসাই সাম্পান।
আমি বিভোর হয়ে অপেক্ষা করি স্নিগ্ধ একটি ভোরের
যখন তুমি অবগাহন করবে অনাহুত বৃষ্টিতে
আলো খেলা করবে তোমার প্রতিচ্ছবিতে
লেখা হতে থাকবে নতুন কোন গল্প
আর ছিঁড়ে ফেলে দেয়া কাগজের টুকরোগুলো
সমাধান করবে অজ্ঞাতনামা সেই সব প্রশ্নের।