রোহঙ্ক কোডেক্স ১৮০০ সালে হাঙ্গেরিতে আবিস্কৃত হয়। ধারণা করা হয় গ্রন্থটি কাউন্ট গুস্তভ বাথিয়ানী’র পাঠাগারে সংগৃহীত ছিল। উনি উনার পুরো সংগ্রহশালা হাঙ্গেরির অ্যাকেডেমি অব সাইন্স কে দান করে দেন। গ্রন্থটির লেখা দেখলে মনে হয় প্রাচীর হাঙ্গেরির ভাষায় লেখা কিন্তু এখন পর্যন্ত এর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই গ্রন্থের রচয়িতা, বিষয়বস্তু সবকিছুই অজ্ঞাত। লেখার পাশাপাশি এতে নানা ধরণের প্রায় ৮৭টি চিত্রকর্মের সমাবেশ দেখা যায়। এগুলোর মধ্যে সৈনিকদল, প্রাকৃতিক দৃশ্যএবং বিভিন্ন ধর্ম যেমন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ধর্মের বৈশিষ্টমূলক চিহ্নাদি রয়েছে। এ থেকে ধারণা করা হয় এ গ্রন্থের উত্তপত্তিস্থলে এসব ধর্মের সমাবেশ ছিল। এতে মোট পৃষ্ঠাসংখ্যা ৪৪৮ এবং এতে যত বর্ণের ব্যবহার দেখা যায় তা যে কোন সাধারণ ভাষার বর্ণমালার চেয়ে অনেক বেশী।
গ্রন্থটির প্রতি পৃষ্ঠায় একটা করে জলছাপ দেখা যায়। উক্ত জলছাপে ছয়কোণ বিশিষ্ট একটা তারার মধ্যে একটা বৃত্ত এবং বৃত্তের ভেতর একটা নোঙ্গর এর ছবি দেখা যায়। জলছাপে সাল লেখা আছে ১৫২৯-১৫৪০ এর ভেতর যদিও গ্রন্থটি রচিত হয়েছে এরও বহুবছর আগে। সময়ের এই পার্থক্য কোন কোন গবেষককে চিন্তিত করেছে।
[সূত্রঃ ইন্টারনেট]