যুদ্ধার্জিত স্বাধীনতা

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা সবারই জানা আছে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আসে বহু আরাধ্য স্বাধীনতা। বহুকাল আগে থেকেই নানা দেশ, জাতির মধ্যে স্বাধীনতার জন্য যুদ্ধের করার নজির রয়ে গেছে। এর মধ্যে অনেক দেশ বা জাতি যেমন স্বাধীনতা পেয়েছে, তেমনি এখনো যুদ্ধ অব্যাহত আছে অনেক দেশে। ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে সেইসব যুদ্ধের অমর-গাঁথা। আসুন জেনে নেই বিভিন্ন সময়ে সংগঠিত আরো এমন আরো কিছু যুদ্ধার্জিত স্বাধীনতার কথা-

 

·         আমেরিকার বেসামরিক যুদ্ধ (১৮৬১-১৮৬৪)

·        

উত্তর মালি সংঘর্ষ (২০১২-বর্তমান)- মালি থেকে আজাওয়াদ এর অস্বীকৃত স্বাধীনতা। আজাওয়াদ আন্সার দাইন কর্তৃক পরিচালিত।

·        

সুদানের বেসামরিক যুদ্ধ (১৯৮৩-২০০৫)- সুদান থেকে দক্ষিন সুদানের স্বাধীনতা লাভ।

·        

আলজেরিয়া যুদ্ধ (১৯৫৪-১৯৬২)- ফ্রান্স থেকে আলজেরিয়ার স্বাধীনতা লাভ।

·        

আমেরিকান রেভোল্যুশন (১৭৭৫-১৭৮৩)- যুক্তরাজ্য থেকে সংযুক্ত যুক্তরাস্ট্রের স্বাধীনতা লাভ।

·        

 এপ্রিল আপরাইজিং (১৮৭৬)-

·        

আইরিশ স্বাধীনতা যুদ্ধ (১৯১৯-১৯২১)-

·        

বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৭১)- ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভ।

·        

 বেলজিয়ান রেভোল্যুশন (১৮৩০-১৮৩৯)- নেদারল্যান্ড থেকে বেলজিয়ামের  স্বাধীনতা লাভ।

·        

বসনিয়ার যুদ্ধ (১৯৯২-১৯৯৫)- যুগোশ্লাভিয়া থেকে বসনিয়ার স্বাধীনতা লাভ।

·        

চিলির স্বাধীনতা যুদ্ধ (১৮১০-১৮১৮)- স্পেন থেকে চিলির স্বাধীনতা লাভ।

·        

ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধ (১৯৯১-১৯৯৫)- যুগোশ্লাভিয়া থেকে ক্রোয়েশিয়ার স্বাধীনতা লাভ।

·        

ডোমিনিকার স্বাধীনতা যুদ্ধ (১৮৪৩-১৮৪৩)- যুগোশ্লাভিয়া থেকে ক্রোয়েশিয়ার স্বাধীনতা লাভ।

·        

আশি বছর যুদ্ধ (১৫৬৮-১৬৪৮)- স্পেন থেকে নেদারল্যান্ডের স্বাধীনতা লাভ।

·        

এরিট্রিয়ার স্বাধীনতা যুদ্ধ (১৯৬১-১৯৯১)- ইথিওপিয়া থেকে স্বাধীনতা এরিট্রিয়ার লাভ।

·        

এস্টনিয়ার স্বাধীনতা যুদ্ধ (১৯১৮-১৯২০)- রাশিয়া থেকে এস্টনিয়ার স্বাধীনতা লাভ।

·        

১ম ইন্দো-চীন যুদ্ধ (১৯৪৬-১৯৫৪)-ফ্রান্স থেকে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার স্বাধীনতা লাভ।

·        

ভারতীয় বিদ্রোহ (১৮৫৭)- ভারতীয় প্রাদেশিক শাসন ব্যবস্থার পতন এবং যুক্তরাজ্যের পুনরায় ক্ষমতায় অধিষ্ঠান।

·        

ইতালীর ১ম স্বাধীনতা যুদ্ধ (১৮৪৮)- অস্ট্রিয়ান সাম্রাজ্যের কাছে সার্ডিনিয়া যুক্তরাজ্যের পতনের ফলে ইতালীর বিভক্তিকরণ রোধ করা সম্ভব হয় নি।

·        

ইতালীর ২য় স্বাধীনতা যুদ্ধ (১৮৫৯)- ফ্রান্স এবং প্যেমন্ড-সার্ডিনিয়ার কাছে অস্ট্রিয়ান সাম্রাজ্যের পতন। লাম্বার্ডি-ভেনেসিয়া সাম্রাজ্যের বেশীরভাগ ফ্রান্সের সাথে বং পরবর্তীতে প্যেমন্ড সার্ডিনিয়াতে যুক্ত হয়।

·        

ইতালীর ৩য় স্বাধীনতা যুদ্ধ (১৮৬৬)- অস্ট্রিয়ান সাম্রাজ্য ভেনেতোর কর্তৃত্ব হারায় এবং তা পরে ইতালীর অন্তর্ভুক্ত হয়।

·        

সার্বিয়ার উত্থান (১৮০৪-১৮১৩)- প্রাদেশির শাসন ব্যবস্থার পতন। সার্বিয়ার কর্তৃত্ব পুনরায় অটোম্যান সাম্রাজ্যের হস্তগত হয়।

·        

গ্রীসের স্বাধীনতা যুদ্ধ (১৮২১-১৮২৭)- অটোম্যান সাম্রাজ্য থেকে গ্রীসের স্বাধীনতা লাভ।

·        

গিনি-বিসাউ স্বাধীনতা যুদ্ধ (১৯৬৩-১৯৭৪)- পর্তুগাল থেকে গিনি-বিসাউর স্বাধীনতা লাভ।

·        

হাইতির উত্থান (১৭৯১-১৮০৪)- ফ্রান্স থেকে হাইতির স্বাধীনতা লাভ।

·        

রাকোজি স্বাধীনতা যুদ্ধ (১৭০৩-১৭১১)- হ্যবসবার্গ সাম্রাজ্য থেকে হাঙ্গেরীর সীমিত শাসনাধিকার লাভ।

·        

ইন্দোনেশিয়ার জাতীয় বিপ্লব (১৯৪৫-১৯৪৯)- নেদারল্যান্ড থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ।

·        

আরব-ইসরাইল যুদ্ধ (১৯৪৭-১৯৪৯)- আরবদের পরাজয় এবং ইসরাইলর পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত।

·        

কসোভো যুদ্ধ (১৯৯৬-১৯৯৯)- বিধি ১২৪৪ অনুসারে যুগোশাভিয়ার সীমানা অপরিবর্তিত থাকলেও জাতসংঘের তত্ত্বাবধানে যুগোশ্লাভিয়া থেকে কসোভোর রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা লাভ।

·        

লাটভিয়ার স্বাধীনতা যুদ্ধ (১৯১৮-১৯২০)- রাশিয়া থেকে লাটভিয়ার স্বাধীনতা লাভ।

·        

লিথুনিয়ার স্বাধীনতা যুদ্ধ (১৯১৮-১৯২০)- রাশিয়া থেকে লিথুনিয়া এবং পোল্যান্ডের স্বাধীনতা লাভ।

·        

মোজাম্বিকের স্বাধীনতা যুদ্ধ (১৯৬৪-১৯৭৪)- পর্তুগাল থেকে মোজাম্বিকের স্বাধীনতা লাভ।

·        

নামিবিয়ার স্বাধীনতা যুদ্ধ (১৯৬৬-১৯৮৮)- দক্ষিণ আফ্রিকা থেকে নামিবিয়ার স্বাধীনতা লাভ।

·        

নাইজেরিয়ার বেসামরিক যুদ্ধ (১৯৬৭-১৯৭০)- গণপ্রজাতন্ত্রী বায়াফ্রার পতন এবং অবলুপ্তি।

·        

ফিলিপাইন উত্থান (১৮৯৬-১৮৯৮)- স্পেন থেকে ফিলিপাইনের স্বাধীনতা লাভ।

·        

ফিলিপাইন-আমেরিকা যুদ্ধ (১৮৯৯-১৯১৩)- ফিলিপাইনের প্রাদেশিক শাসন ব্যবস্থার বিলুপ্তি এবং ফিলিপাইনের উপরে আমেরিকার কর্তৃত্ব পুনর্বহাল।

·        

পর্তুগাল পুনরুদ্ধার যুদ্ধ (১৬৪০-১৬৬৮)- স্পেন থেকে পর্তুগালের স্বাধীনতা পুনরুদ্ধার।

·        

জানুয়ারী উত্থান ( ১৮৬৩-১৮৬৫)- পোল্যান্ডের প্রাদেশিক শাসন বিলুপ্ত হয়ে রাশিয়ার হস্তগত হয়।

·        

রিফ যুদ্ধ (১৯২০-১৯২৬)- গণপ্রজাতন্ত্রী রিফের পরাজয় এবং পুনরায় মরক্কোর উপর স্পেনের কর্তৃত্ব প্রতিষ্টিত।

·        

রোমানিয়ার স্বাধীনতা যুদ্ধ (১৮৭৭)- অটোম্যান সাম্রাজ্য থেকে রোমানিয়ার স্বাধীনতা লাভ।

·        

পেনিনসুলার যুদ্ধ (১৮০৮-১৮১৪)- ফ্রান্স থেকে স্পেনের স্বাধীনতা লাভ।

·        

স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধ (১২৯৬-১৩৫৭)- স্বাধীন জাতি হিসাবে স্কটল্যান্ডের পুনর্বহাল থাকা।

·        

সার্বিয়ার বিপ্লব (১৮১৫-১৮১৭)- অটোম্যান সাম্রাজ্য থেকে সার্বিয়ার আংশিক স্বাধীনতা লাভ।

·        

সুইডেনের স্বাধীনতা যুদ্ধ (১৯৬৬-১৯৮৮)- সংযুক্ত কালমার থেকে সুইডেনের স্বাধীনতা লাভ।

·        

দশদিনের যুদ্ধ (১৯৯১)- যুগোশ্লাভিয়া থেকে স্লোভেনিয়ার স্বাধীনতা লাভ।

·        

দশ বছরের যুদ্ধ (১৮৬৮-১৮৭৮)- কিউবার প্রাদেশিক শাসনের অবলুপ্তি এবং কিউবার উপর স্পেনের ক্ষমতা পুনর্বহাল।

·        

টেক্সাস বিপ্লব (১৮৩৫-১৮৩৬)-মেক্সিকো থেকে টেক্সাসের স্বাধীনতা লাভ।

·        

তুরস্কের স্বাধীনতা যুদ্ধ (১৯৬৬-১৯৮৮)- গণপ্রজাতন্ত্রী তুরস্কের উদ্ভব।

·        

ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধ (১৯৬৬-১৯৮৮)- রাশিয়া থেকে ইউক্রেনের স্বাধীনতা লাভ। সোভিয়ের ইউনিয়ন, পোল্যান্ড এবং রোমানিয়ার বিভক্তি।

·        

ডোমিনিকা পুনরুদ্ধার যুদ্ধ (১৮৬৩-১৮৬৫)- ৪ বছর স্পেনের অধীনস্থ থাকার পর গণপ্রাজাতন্ত্রী ডোমিনিকার স্বাধীনতা লাভ।

 

[সূত্রঃ ইন্টারনেট]

 

 

Author's Notes/Comments: 

18th November 2015

View shawon1982's Full Portfolio
bishu's picture

Eagerly waiting for 700

my friend across the barbed fence


©bishu