ভুলুন্ঠিত মানবাত্মা

===========

 

যার ঘরে নেই সে কি করে বুঝবে এই চাঁদের টুকরার দাম-

খোদার আরশের চেয়েও সুন্দর; ভুলুন্ঠিত বালুতটে!

বিকৃত অথবা বিক্রিত যাই বলি না কেন,

সেটাই এখন আমাদের মানসিকতা!

আমরা আমাদের সন্মানের ধ্বজা উড়িয়ে, বসে থাকব!

একটা মাত্রই তো শিশু! আরো তো কত শিশু আছে!

নিষ্পাপ বাচ্চাগুলো তো কোন জাতিভেদ নিয়ে জন্মায় না-

তাহলে আমাদের বৈষম্যগত নোংরামি নিয়ে এরা কেন মারা যাবে!

আসলে শিশুটি হয়, আমার বিবেক আজ মৃত, ভুলুন্ঠিত বালুচরে!

একটি শিশু যখন চিৎকার করে আগমন বার্তা ঘোষণা করে,

কোন সাদা বা কালোর বার্তা নিয়ে আসে না!

নির্দিষ্ট কোন ভাষায় কাঁদে না! শুধু পরমাশ্রয় খোঁজে মায়ের বুকে!

সন্ত্রাসী বানিয়ে, শরণার্থী বানিয়ে আমরা সমূদ্রে নামিয়ে দিলাম-

ভাসতে ভাসতে মৃত শিশু চলে এলো পাড়ে-

আমি তখন সভ্যতার চাদর গায়ে দিয়ে জানোয়ারের মত

কামড়ে কামড়ে ছিড়ে ফেলি আমার শেষ অস্তিত্ত্বটুকু!

দুচোখের পাতায়ত নেমে আসে ঘুম! আমি কি আসে যায়!

আমি স্বপ্নে বিভোর! আমার সন্তান সাগর পাড়ে মরে পড়ে রয়। 

 

Author's Notes/Comments: 

4th september 2015

View shawon1982's Full Portfolio