পৃষ্ঠার পর পৃষ্ঠা উলটে গেলাম
লেখা হল না কিছুই
দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিই কাগজ
অবাঞ্ছিত অবহেলিত অজস্র কথামালা
নির্ঘুম থেকে রাতের পর রাত জেগে লেখা
মনে হয়েছিল যেন কতগুলো কবিতা!
কিন্তু বাস্তবতায় তার কোন অস্তিত্ব নেই
একের পর এক পৃষ্ঠা ছিঁড়ে ফেলি
কৃষতর হতে থাকে খাতার কলেবর
এক বৃদ্ধের মৃত্যুপানে এগিয়ে যাবার মত
মৃত্যু হতে থাকে কবিতার খাতার
স্মৃতির ধূসর তালিকা ঘেটে চলেছি
যদি শেষ মুহুর্তে পেয়ে যাই কিছু লেখার
যা তোমাকে হয়ত স্মরণ করাবে
কেনই বা আর কার জন্য আমি কবিতা লিখতাম
হয়ত আমার কবিতার কোন পাঠক নেই
কিন্তু আমি তো মিশে ছিলাম এগুলোর মাঝে
কি হবে আর এসব প্রলাপ বকে?
কলমের গতি ক্ষীণ হয়ে আসে লাজে
নিভে যাওয়ার আগে একটু জ্বলে ওঠার মত
কয়েকটি পংক্তি লেখা হয় না- কালি ফুরালো
আমি ধারালো কিছুর সন্ধান করি-
তুমি কি আমাকে তোমার এক টুকরো আকাশ দেবে?
রক্তের কালিতে লিখে দিতাম
অসংলগ্ন কিছু উপমা
হয়ত কোন বার্তা
হয়ত কোন কোন কবিতা।
Ei Bangla kobita khub bhalo !!!
Poetry copy (Tried to translate)
////////////////////
Turning over pages
With a pen in hand
Thinking of writing
But ink didn't flow
Awake night on night
I try hard to write
Many stanzas came
to my frenzied mind
But nothing on paper
Some scratches made
But soon struck off
Pages crumpled and
Thrown away..
Like an old timer
Edging towards death
My words came bloody
None read my words
Yet I try to write
Someday my poetry
Must see the light
©bishu
its awesome dada
its awesome dada
Dr. Zayed Bin Zakir Shawon