দেখলে তোমায় হাসে মন,
যখন তখন,
সকাল সন্ধ্যা সারাক্ষণ,
ফুটন্ত গোলাপের মতন।
জানিনা কি মায়া তোমার চোখে,
আমায় সদা আচ্ছন্ন করে রাখে,
আমি যেন দাস হয়ে যাই,
আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের মত সেই।
হাসলে তুমি সময় যেন যায় থেমে,
স্বর্গের অনাবিল আনন্দ আসে এই ধরণীতে নেমে।