ক্ষমা কর

আমি মন থেকে ক্ষমা চাই,


আমার মনে কোনও সংশয় নাই,


নেই কোনও দ্বিধার হিমালয়,


ভুল হলে কর ক্ষমা, করবে নিশ্চয়?


 

আমার কোনও কথায় কিংবা কাজে,


যদি তোমার মনের মাঝে,


উঠে থাকে ঘৃণা এবং ক্রোধের ঝড়,


তবে কর ক্ষমা মোরে, এ প্রার্থনা মোর।


 

হয়তো তোমায় বুঝিনি আমি অথবা তুমি আমায়,


ভুলে যাও, দাও পুঁতে দুঃখ সব অতীতের গহ্বরে, নিঃস্বার্থ ক্ষমায়।

View kingofwords's Full Portfolio