হে ঈশ্বর! আমার বেশী কিছু নেই চাওয়ার,
মনে একটাই আশা হে পরওয়ারদেগার,
ক্ষুদ্র ধূলিকণার মত মনের আশা যদি কর পূরণ,
তবে ভেবে নেব ধন্য এ মানব জীবন।
আকাশ ছোঁয়ার সাধ অনেক আগে থেকেই,
মনের মেঝেতে স্বপ্নের স্তুপ জমছেই,
কিছু বাস্তব হয়,
কিছু রাতের তারাদের মত অধরা রয়।
তবুও প্রাণ উঠে জেগে,
জাগে যেমন নতুন প্রাণ বীজের খোলস ভেঙ্গে।