সুন্দর তুমি

তুমি সুন্দর, এ কথা বলব আমি,


করলে রাগ কর তুমি,


আমি সত্য বলবই,


যতক্ষণ না নিজে তুষ্ট হই।


 

সুন্দর বললে এমন বাঁকা চোখে তাকাও কেন?


মনে হয় তোমার করছি আমি দুষ্টুমি যেন,


সুন্দরের পূজারি আমি, হে নারী!


নও মানবী তুমি, স্বর্গের পথ ভোলা কোনও পরী।

 


দুর্ঘটনা কবলিত নাবিকের জাহাজের আশায় থাকার মত,    


তোমায় পাবার আশায় বাঁচি, স্বপ্ন দেখি, প্রতিনিয়ত।

View kingofwords's Full Portfolio