সেই একই চাঁদ আসে ফিরে,
নাছোড়বান্দা শিশুর মত বারেবারে,
ধরণীর প্রেমে পাগল হয়ে,
রয় চেয়ে অবাক বিস্ময়ে।
চাঁদ সেই পুরনো ঠিকই,
কিন্তু সৌন্দর্য তার রয়েছে একই,
গ্রীক কোনও দেবীর মত,
চির সুন্দর চাঁদ, বুকে যেন তার চিরবসন্ত।
পুরনো চাঁদ দেখি আর মুগ্ধতায় মাতি নতুন করে,
এখানে, একা, প্রকৃতির বুকে, এই আঁধারে।