হিতে বিপরীত হয়,
লোকে বলে,
তবে বিপরীতে হিত কারে কয়?
মন বলে।
বিপরীতে হিত হল তাই,
যখন কেউ অন্যের বিপদের তরে গর্ত খুঁড়ে,
কিন্তু আল্লাহ্র রহমতে পড়ে না সে গর্তে সেই,
বরং গর্তটাই যায় কাজে লেগে তার হঠাৎ করে।
একটু বুদ্ধি আর আল্লাহ্র উপর অগাধ বিশ্বাস,
পারে তরী ভেড়াতে কিনারে হোক হিমালয়ের মত উঁচু জলোচ্ছ্বাস!