খুলে দাও মনের জানালা,
ছিঁড়ে দাও সুতো আজ, ফেল ভয়কে পিষে,
উড়ুক তব মনের ঘুড়ি ঐ নীল আকাশে,
জপি আমি মনেমনে এই কথামালা।
সংশয় নামক দানবকে পুঁতে ফেল,
প্রেমের জোয়ারে মন ভাসিয়ে দিয়ে দেখইনা একবার,
বুঝবে ঠিকই শক্তি কত আমার ভালোবাসার,
কি? বুঝতে কি পারছ কি বলছি? কেন মন নিয়ে খেল?
আমার ‘বর্তমান’ যে চায় তোমার ভালোবাসায় সিক্ত হতে,
ভরে দাও অজস্র চুম্বনে আমায়, কর মুক্ত মোরে কষ্টের শৃঙ্খল হতে।