সবাই চায় হতে সুখী,
চায় কি কেউ হতে দুঃখী,
কিন্তু সুখ যে ধোঁয়ার মত,
মুহূর্তে হয় অতীত, হয় গত।
সুখের দুর্গের খোঁজে,
এক পায়ে খাঁড়া সবে সকাল সাঝে,
সুখের তরেই অবিরাম ছুটে চলা,
সুখ যে নেভায় কষ্ট নামক আগুনের জ্বালা।
একটি মাত্র জীবন খুব সামান্যই সুখী হবার জন্যে,
কেউ রাজ্যে সুখ পায়, কেউ বা বুদ্ধের মত অরণ্যে।