প্রজাপতির মত করে যাই উড়ে,
সীমানা পেরিয়ে তোমায় নিয়ে অগোচরে,
ইচ্ছে করে খুব তোমার হাত ধরে,
পথ হাঁটি, ইচ্ছে করে।
দিনের আলোর মত লাগে তোমায়,
তোমার না থাকা ভাবায় আমায়,
তুমি আছো তাই বেঁচে আছি এই আমি,
তুমি যে আমার শুধু, তোমার আমি।
যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা,
ততদিন রবে তুমি মোর ঠিকানা,
দেব না জানতে কভু অশ্রু কাকে বলে,
মুছে দেব কষ্ট সব ‘তুমি আমার’ বলে।