নিয়তি অদ্ভুত বেশ,
হয় না যার খেলা কভু শেষ,
মানুষ যেন পুতুল তার কাছে,
মাঝে মাঝে বড্ড অসহায় হয়ে বাঁচে।
নিয়তি জল্লাদের মত নিষ্ঠুর কভু,
যদিও কোনও প্রাণে লাগে কষ্টের ঝাপটা তবু,
রয় অনড় সেই হিমালয়ের মতন,
যতক্ষণ না উড়ে যায় পাখী ততক্ষণ।
বিধির লিখন কি যায় খণ্ডানো কোনোদিন,
এ যে ছায়ার মত হয় সঙ্গী নিত্যদিন।