প্রার্থনা

 আমি প্রার্থনা করি তুমি অনেক বড় হও,

 

মনে রেখো সদা, তুমি আর দশজনের মত নও,

 

তুমি পাখীর মত আকাশ দেবে ছুঁয়ে এক সময়,

 

তোমার আলোয় হবে আলোকিত অগুনতি হৃদয়।
 

 

পথহারাদের তরে হবে কম্পাস,

 

তোমার মন মাঝারে হয় মানবতার যে চাষ,

 

দাও ছড়িয়ে তার বীজ প্রাণভরে,

 

মানব হৃদয় মন্দিরে।
 

 

তুমি এভারেস্ট হও, হও হিমালয়ের মত বিশাল,


 অগ্নিগিরির লাভার মত ছড়াও তোমার জ্ঞানের মশাল।

 

 

 

 

View kingofwords's Full Portfolio