অশ্রুর নাকি কোনও রং হয় না,
তবে কষ্টকে কেন ওরা নীল বলে?
ভালোবাসার রং যদি লাল হয়,
তবে কি নাম হয় আনন্দ অশ্রু গড়ালে?
তোমায় আমি কাঁদাতে আসিনি হে প্রিয়,
শুধু একটিবার জেনে নিও,
এ জীবনে পেয়েছি চির বসন্তের দেখা,
তোমার সৌন্দর্যে আছে যা লেখা,
হয়ো না ওগো কভু চোখের আড়ালে।
এ মন নিয়েছ কেড়ে বহু আগে,
ছায়া হয়ে রব সদা রাগে অনুরাগে,
যদি পৃথিবীর সব আলো যায় নিভে,
তবু তোমার মনের আলো আমায় রাঙ্গাবে,
যেওনা কভু তুমি আমায় ভুলে।